সংবাদ বিজ্ঞপ্তি

০২ মার্চ, ২০২০ ২২:৪১

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন : মেট্রোপলিটন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

গার্লস সিঙ্গেলে রানারআপ

ঢাকায় অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে বয়েজ ডাবলে (বালক দ্বৈত) চ্যাম্পিয়ন এবং গার্লস সিঙ্গেলে (বালিকা একক) রানারআপ হয়েছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নেয়।

জনসংযোগ শাখা জানায়, ঢাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘উইন্টার স্ম্যাশ ২০২০’ নামে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বয়েজ ডাবলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী রাফিউল লেইস রাঈদ ও হামিদুর রহমান লোকমান চ্যাম্পিয়ন হয়েছেন।

এছাড়া গার্লস সিঙ্গেলে রানারআপ হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী রোদেলা দোলা। চ্যাম্পিয়ন হওয়া রাঈদ ও লোকমান ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং রানারআপ হওয়া দোলা ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছেন।

শিক্ষার্থীদের এমন দারুণ সাফল্যকে অভিনন্দিত করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত