সংবাদ বিজ্ঞপ্তি

০৫ এপ্রিল, ২০২০ ১৯:৩৭

রাজধানীর নিম্ন আয়ের মানুষদের পাশে ‘বৃত্ত’

করোনাভাইরাসের প্রকোপে সারাদেশ অঘোষিত লকডাউনে আছে। আর একারণে সবচে বেশি ক্ষতির শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। কাজ নেই, নেই রোজগার। অভাব অনটনের সংসারে প্রাণ বাঁচানোই বড় দায় হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় তাদের সহায়তার যেমন সরকার এগিয়ে এসেছে, তেমনি সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে নানা সামাজিক সংগঠন। তেমনি একটি সংগঠন ‘বৃত্ত’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের নিয়ে গড়ে ওঠা গ্রুপ ‘বৃত্ত’ রাজধানী ঢাকা ও এর আশে পাশের নিম্ন আয়ের মানুষদের জন্য দিচ্ছে ত্রাণ সরবরাহ। প্রাথমিক পর্যায়ে পাঁচশ পরিবারকে দেয়া হয়েছে ত্রাণ। যার মধ্যে রয়েছে চাল-৫ কেজি, আলু-২ কেজি, ডাল-১ কেজি, তেল-১ লিটার, পেঁয়াজ-১ কেজি ও একটি সাবান।

বৃত্তের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্যোগে মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমরা কিছু ফান্ড যোগাড় করে আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। প্রাথমিক পর্যায়ে আমরা পাঁচশ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। ধীরে এর পরিমাণ আরও বাড়বে।

আপনার মন্তব্য

আলোচিত