সিলেটটুডে ডেস্ক:

০৭ এপ্রিল, ২০২৩ ২১:০২

টাকার হিসাব চাইলেই উনার মাথা খারাপ হবে, সালাউদ্দিনের উদ্দেশে পাপন

প্যারিস অলিম্পিক ২০২৪-এর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে সাফ জয়ী নারী ফুটবল দলকে পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, অর্থের অভাবে বাছাইপর্বে দল পাঠাতে পারেননি তারা।

টাকার জন্য অলিম্পিক বাছাইপর্বে দল পাঠাতে না পারার বিষয়টিতে দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাফুফে মিয়ানমারে দল পাঠাতে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চেয়েছিল ৯০ লাখ টাকা। অথচ মন্ত্রণালয়ের বক্তব্য, ৬০ লাখ টাকা হলে দল পাঠানো যেত। বিসিবি সভাপতি পাপন বলেছেন, মাত্র ২০ লাখ টাকার জন্য (বাকি ফাণ্ড বাফুফের ছিল) অলিম্পিক বাছাইপর্বে নারী ফুটবল দল পাঠানো সম্ভব হয়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি বস বলেছেন, ‘আমার মনে হয়, সমস্যাটা আপনাদের (সংবাদ মাধ্যমের), আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন! আপনারা (সালাউদ্দিনের কাছে) হিসাব চাচ্ছেন, টাকা কী করেছেন? এমন প্রশ্ন জিজ্ঞেস করলে তো উনার (সালাউদ্দিন) মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন?’

প্রধানমন্ত্রীর অফিস থেকে মেয়েদের মিয়ানমার পাঠাতে অর্থ সহায়তা দিতে চেয়েছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সময় চলে যাওয়ায় অর্থ পেলেও দল পাঠানো সম্ভব ছিল না। বিষয়টি নিয়ে পাপন বলেছেন, ‘মাত্র ২০ লাখ টাকার জন্য মেয়েরা যেতে পারল না। এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন। আপনাদের (সংবাদ মাধ্যম) চ্যানেলগুলোর মালিকের কাছে গিয়ে বললেই (টাকা) দিয়ে দিত। একজনের কাছে বলতে তো হবে।’

ওই বলা নিয়েই বাফুফে সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল। ফান্ড না থাকার বিষয়টি প্রধানমন্ত্রীকে বলেননি কেন। অন্য কাউকে বলেননি কেন? জবাবে তিনি বলেছিলেন, ‘টুকাইয়া (অর্থ) বেড়ানো তার দায়িত্ব নয়।’ বিসিবি সভাপতি পাপন সবসময় প্রধানমন্ত্রীকে ফোন করেন, আপনি (সালাউদ্দিন) করেন না কেন? এমন প্রশ্নে পাপনকে খোঁচা দিয়ে সালাউদ্দিন বলেছিলেন, ‘আমি কি দেখিয়ে ফোন করবো (প্রধানমন্ত্রীকে)। লোক দেখানো আমার ব্যক্তিত্ব নয়।’

নারী ফুটবলারদের মিয়ানমারে পাঠাতে না পারার মধ্যে ‘অন্য কিন্তু’ থাকতে পারে বলে মনে করছেন বিসিবি সভাপতি। তার মতে, বাফুফের অনেক পরিচালকের কাছে ২০ লাখ টাকা কোন ব্যাপার নয়। একদিনের খরচ। ফাণ্ড না থাকার বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে গোপনে কাজী সালাউদ্দিন কি চেষ্টা করছিলেন এমন প্রশ্নও তুলেছেন বিসিবি বস।

আপনার মন্তব্য

আলোচিত