স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩ ১০:৪৪

রিয়াল মাদ্রিদের জয়ে বেলিংহ্যামের জোড়া গোল

স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগের শীর্ষস্থানে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ গোলে পাওয়া জয়ে জোড়া গোল করেছেন জুড বেলিংহ্যাম। এছাড়া একটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও হোসেলু।

৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া ওসাসুনার পয়েন্ট ১০।

ম্যাচের নবম মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে দানি কারভাহাল বাড়িয়ে দেন বেলিংহ্যামকে। বক্সের ভেতরে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৫৪তম মিনিটে ফের গোল পায় রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভেরদের থ্রু বল ধরে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। লা লিগায় তার গোল হলো ৮টি।

৬৫তম মিনিটে জালের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র। ভালভেরদের থ্রু পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ে টোকায় বল জড়িয়ে দেন জালে।

পাঁচ মিনিট পর ভিনিসিয়াসের থ্রু বল ধরে হোসেলু লক্ষ্যভেদ করে চার গোলের লিড এনে দেন।

৮৩তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু স্পট কিকে বল জালে পাঠাতে পারেননি হোসেলু।

আপনার মন্তব্য

আলোচিত