০৭ জুলাই, ২০২৪ ১৫:০৪
কিছুতেই কাটছে না ব্রাজিলের শিরোপা খরা। সর্বশেষ ২০০২ সালে ফিফা বিশ্বকাপ জয়ের পর বৈশ্বিক আসরে তেমন বড় কোনো সাফল্য নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সময়ের সাথে কোপা আমেরিকাতেও সেলেকাওদের সেই দৈন্যতা ফুটে উঠেছে। ২০১৯ আসরে শিরোপা জিতলেও এবার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
কোপা থেকে বিদায় নিতেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে পেয়ে বসেছে আরেক দুর্ভাবনা। মাঠে বাজে পারফরম্যান্সের কারণে এবার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা। কারণ দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পয়েন্ট তালিকায় নাজুক অবস্থানে আছে ব্রাজিল। তাই কোপা আমেরিকায় অভিযান শেষ হতেই ব্রাজিল কোচের এখন মূল টার্গেট বিশ্বকাপ বাছাইপর্ব উতরানো। সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চায় তারা। একইসঙ্গে জানালেন, ব্রাজিলের এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন।
দরিভাল জুনিয়র বলেন, ‘বর্তমানে এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।’
এ বছরের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল। ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন উরুগুয়েকে, ‘তারা অবশ্যই এই জয়ের প্রাপ্য দাবিদার। তারা খেলাটায় দারুণ একটা প্যাটার্ন দাঁড় করিয়েছে। নিজেদের অনেক সংশোধন করেছে। এবার আমাদের একই প্রক্রিয়ায় যেতে হবে। টুর্নামেন্টের শুরুতে আমাদের অনেক ভুল ছিল। আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু ভাগ্য সহায় ছিল না, আমরা হেরে গেছি। এখন আমাদের সামনে তাকাতে হবে।’
এই মুহূর্তে ব্রাজিলের মূল লক্ষ্য পরের বিশ্বকাপ জানিয়ে দরিভাল বলেন, ‘আমরা অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছি। এই দলটি নতুন, তাই অনেক চ্যালেঞ্জ থাকবেই। আমাদের দল সাজানো ও উন্নতির অনেক জায়গা আছে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। আমরা বাছাইপর্বের তালিকায় ষষ্ঠ স্থানে আছি, এটা মোটেও স্বস্তিদায়ক নয়।’
ব্রাজিল কোচের মত দলের নতুন সেনসেশন এন্ড্রিকেরও ভাবনায় পরের বিশ্বকাপ। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে ব্রাজিলকে শীর্ষেই রাখতে চাই। আমরা নিজেদের কাজটা চালিয়ে যাব। বিশ্বকাপের প্রস্তুতি নেব। আমরা জানি এটা এই মুহূর্তে অনেক কঠিন কাজ মনে হবে। তবে আশা করি ব্রাজিলের সবাই আমাদের পাশে থাকবে।’
আপনার মন্তব্য