স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৪ ০১:০০

জোকোভিচকে হারিয়ে আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ

টেনিস ইতিহাসের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারী নোভাক জোকোভিচকে বিধ্বস্ত করে আবারও উইম্বলডন শিরোপা জিতলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ।

রোববার লন্ডনে পুরুষ এককের ফাইনালে টেনিস সম্রাটকে প্রতিদ্বন্দিতা গড়ারই সুযোগ দেননি আলকারাজ। জিতেছেন সরাসরি সেটে (৩-০)। জয়ের ব্যবধান ৬–২, ৬–২, ৭–৬ (৭/৪)।

টানা দ্বিতীয়বার উইম্বলডন শিরোপা জিততে আলকারাজের সময় লেগেছে ২ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্য দিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এই স্প্যানিশ।

জোকোভিচের সামনে ছিল ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। আর এটা করতে পারলে নারী–পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের একক মালিকানা পেয়ে যেতেন জোকোভিচ। কিন্তু গতবছর উইম্বলডন ফাইনালের মতো এবারও ব্যর্থ হওয়ায় মার্গারেট কোর্টের সঙ্গেই রেকর্ডটি ভাগাভাগি করতে হচ্ছে এই টেনিস কিংবদন্তিকে।

উল্লেখ্য ইনজুরি ও অফফর্ম মিলিয়ে এ বছর একটি গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি ‍জোকোভিচ।

আপনার মন্তব্য

আলোচিত