০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৪৬
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
জয়সূচক গোলটি আসে খেলার শুরুতেই, ষষ্ঠ মিনিটের মাথায়। আগের চার ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ দেখা পায়নি অন্তত একটি গোলের। সেই গোল খরা কেটেছে শেখ মোরছালিনের পায়ে।
ষষ্ঠ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। কর্নারের কাছ থেকেই বক্সে আড়াআড়ি ক্রস দেন এই স্ট্রাইকার। বল ফিস্ট করে ক্লিয়ার করাই উদ্দেশ্য ছিল ভুটানের গোলরক্ষক ধেরদুপ তিসেরাংয়ের। তবে তার ভুলে বল পেয়ে যান মোরছালিন। ফাঁকা গোলে আলতো টোকায় সহজেই দলকে এগিয়ে দেন তরুণ এই স্ট্রাইকার। আর এই গোল শেষ পর্যন্ত ধরে রেখে ম্যাচ জিতে বাংলাদেশ দল।
আপনার মন্তব্য