সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১০

পেগুলাকে হারিয়ে তৃতীয় গ্রান্ড স্লাম শিরোপা সাবালেঙ্কার

গত বছর ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে পরাজিত হয়ে শিরোপা জেতা হয়নি বিশ্বের দুই নম্বর নারী খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কার। এবার স্বাগতিক দেশেরই আরেক তারকা জেসিকা পেগুলাকে হারিয়ে চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সাবালেঙ্কা।

রোববার ভোরে অনুষ্ঠিত ফাইনালে সাবালেঙ্কা সরাসরি ৭-৫ ও ৭-৫ সেটে জয়ী হন। এটা ছিল তার তৃতীয় গ্রান্ড স্লাম শিরোপা।

দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ফাইনালে নিউইয়র্কে জন্মগ্রহণকারী পেগুলার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে মুখোমুখি হন। পেগুলা প্রথম বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। সাবালেঙ্কা এই প্রথম বছরের শেষ গ্রান্ড স্লাম ইউএস ওপেনের শিরোপা জিতেছেন।

শিরোপা জয়ী সাবালেঙ্কা বলেন, ‍‍`এই মর্যাদাপূর্ণ ট্রফি জিতে আমি কথা হারিয়ে ফেলেছি। আমার স্বপ্ন পূরণ হলো আজ। কঠোর চেষ্টা করলে যে সবকিছুই সম্ভব, এবার তার প্রমাণ পেলাম।‍‍`

আপনার মন্তব্য

আলোচিত