স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৪ ১২:৫০

লিলের কাছে হেরে অপরাজেয়-রেকর্ডে ছেদ রিয়াল মাদ্রিদের

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ এবং চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ছেদ পড়ল রিয়াল মাদ্রিদের। ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে হেরে গেছে ইউরোপ সেরা প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটি।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।

২০২৩ সালের ১৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কারছে সবশেষ হেরেছিল রিয়াল। তারপর গত মৌসুমে ১৩ ম্যাচের সবগুলোতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদ ক্লাব। নতুন আসর এবার ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে শুরু করেছিল তারা।

প্রথমার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে রিয়ালের জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৩৬ ম্যাচ অজেয় থাকা দল জানুয়ারির পর প্রথম হার দেখল।

এই জয়ে লিগ ওয়ানের দল লিঁল দুই ম্যাচে প্রথম তিন পয়েন্টের দেখা পেল। সমান পয়েন্ট রিয়ালেরও। গোলব্যবধানে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে ১৭তম স্থানে মাদ্রিদ ক্লাব।

গত সপ্তাহে পেশির ইনজুরিতে পড়ায় কার্লো আনচেলত্তি শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পেকে রাখেননি। মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ষষ্ঠ মিনিটে নিচু শটে প্রথম সুযোগ পেয়েছিলেন। গতি ধরে রেখে অতিথিরা খেলতে থাকে। দ্বিতীয় সুযোগ মেলে কিছুক্ষণ পর যখন এন্দ্রিকের খুব কাছ থেকে নেওয়া শট লুকাস শেভালিয়ের ব্লক করেন।

২৬ মিনিটে লিঁল প্রথম গোলের বেশ কাছে ছিল। আন্দ্রি লুনিন চমৎকার ডাবল সেভে রিয়ালকে বাঁচান। প্রথমবার ডেভিডের হেড ফিরিয়ে দেওয়ার পর কানাডিয়ানের পরবর্তী শট রুখে দেন রিয়াল কিপার।

তবে চাপ ধরে রেখে স্টপেজ টাইমে পুরস্কার পায় লিঁল। এডন ঝেগরোভার ফ্রি কিক এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে লাগে। ভিএআর রিভিউয়ে পেনাল্টির রায় আসে এবং ডেভিড এবার জাল কাঁপান।

কার্লো আনচেলত্তি এন্দ্রিক ও এডার মিলিতাওয়ের জায়গায় এমবাপ্পে ও লুকা মদরিচকে মাঠে পাঠালেরও লিঁল লিড ধরে রেখে জিতে যায়।

আপনার মন্তব্য

আলোচিত