৩০ অক্টোবর, ২০২৪ ১২:৩০
বয়স যে সংখ্যা কেবলই তা প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে জেতাতে একের পর এক গোল করে চলেছেন তিনি। পেনাল্টি পেলে তো কথাই নেই; গোল! তবে এবার তার পেনাল্টি মিসে টুর্নামেন্ট থেকে বিদ্যা নিয়েছে আল নাসর।
আল নাসরের হয়ে টানা ১৯টি পেনাল্টি থেকে গোল করার পর ২০ নম্বর পেনাল্টি মিস করলেন। আর যে মিসের খেসারত দিতে হয়েছে তার দল আল নাসরকে। কিংস কাপের রাউন্ড অব সিক্সটিনে আল তাওয়ুনের কাছে হেরে বাদ পড়তে হয়েছে তার দলকে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একটি পেনাল্টি মিস করেন রোনালদো। ফলে ম্যাচটি ১-০ গোলে শেষ হয়। আর এই পরাজয়েই আসর থেকে বাদ পড়তে হয়েছে আল নাসরকে।
এখন পর্যন্ত আল নাসরের হয়ে কোনো বড় শিরোপা জেতা হয়নি পর্তুগিজ তারকার। আল তাওয়ুনের বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে গোল হজম করে বিদায় নিতে হয়েছে তার দলকে। গোলটি করেন প্রতিপক্ষের ওয়ালিদ আল-আহমেদ।
তবে সেই গোলে পুরোপুরি তখনও বাদ পড়েনি আল নাসর। অতিরিক্ত সময়ে পেনাল্টির সুযোগ পায় রোনালদোর দল। আর সেখানে মিস করে বসেন খোদ রোনালদো। সেখানেই মূলত নিশ্চিত হয়ে যায় আল নাসরের বিদায়।
স্পটকিকটি ক্রসবারের উপর দিয়ে মারেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে এটি ছিল তার প্রথম পেনাল্টি মিস।
আপনার মন্তব্য