০২ ডিসেম্বর, ২০২৪ ১৭:২২
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হারার পর নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে গেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদ।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার আরও নিকটে চলে এসেছে। ১ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লস ব্লাঙ্কোসরা। ১৪ ম্যাচে রিয়ালের ৩৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট এক বেশি ৩৪।
ঘরের মাঠে ৩০ মিনিটে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। রুদিগারকে বক্সের ভেতর ফেলে দেন গেতাফের অ্যালান নিয়ম। তাতে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে কোনো ভুল না করে গোলের দেখা পান বেলিংহাম।
এর ঠিক ৮ মিনিট পর ম্যাচের ৩৮ মিনিটে আরও একটি গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। সেটি আসে বেলিংহামের সহায়তায়। তার থ্রো বলকে বক্সের বাইরে থেকে জোরালো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন এমবাপে।
ম্যাচ হারার পেছনে গেতাফের দুর্ভাগ্যেরও দায় আছে। ৫৬ মিনিটে তাদের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয় পোস্টে লেগে। ৮৪তম মিনিটে মিডফিল্ডার জন প্যাট্রিকের জোরাল শট ক্রসবার হয়ে পোস্টে লাগে।
দুইবার গোল হতে যাওয়া বল ফিরে এলে গেতাফে গোলবঞ্চিত হয়। ফলে আর ম্যাচে ফেরা হয়নি দলটির।
আপনার মন্তব্য