স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪

২১১ রানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

মাত্র ১৬৪ রানে অলআউট হয়েও ১৮ রানের লিড পায় বাংলাদেশ। নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম ফাইফারে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১১ রানে। ফলে জ্যামাইকা টেস্টের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।

উইন্ডিজদের অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ব্যর্থ হয় আরও একবার। দল ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে মাহমুদুল হাসান জয়। আগের ইনিংসে শতাব্দীর সেরা হাড়কিপটে বোলিং করা জেইডেন সিলসের শিকারে পরিণত হন তিনি।

শুরুর ধাক্কা সামলে নিতে সাদমান ও শাহাদাত দীপু ৪৭ রানের জুটি গড়েন। আলজারি জোসেফের বলে আউট হওয়ার আগে ২৮ রান আসে তরুণ দীপুর ব্যাট থেকে।

চোটে পড়া মুমিনুলের আগে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করেন তিনি সাদমানকে সঙ্গে নিয়ে। এই দুইয়ের ৭০ রানের জুটি চাপ প্রয়োগ করে স্বাগতিক বোলারদের ওপর।

দলীয় ১১৭ শামার জোসেফে পরাস্ত সাদমান সাজঘরে ফেরেন ৪৬ রানে। এরপর দ্রুত শামার জোসেদের বলে ফিরে যান মিরাজও। লিটনের সঙ্গে ১৫ রানের জুটিতেই তাকে থামতে হয় ৩৯ বলে ৪২ রান করে। ২৫ রানের বেশি করতে পারেননি লিটনও। গ্রিভসের ইনিকামিং ডেলিভারিতে বোল্ড হন তিনি। তার বিদায়ে ১৭৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তাইজুলকে নিয়ে আরও ২০ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন টানা দুই টেস্টে ফিফটি পাওয়া জাকের আলি অনিক। তার সংগ্রহ ২৯ রান, আর ৯ রানে ব্যাট করবেন তাইজুল।

এর আগে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট হওয়ায় ১৮ রানের লিড পায় বাংলাদেশ। নাহিদ রানা ধস নামান স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে। রানা গতির ঝড়ে এলোমেলো হয়ে যায় ক্যারিবীয়রা।

তার প্রথম ফাইফারে দিশেহারা স্বাগতিকরা ভালো শুরুর পরও তাই শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। ৬১ রানে পাঁচ শিকার করেন রানা। শুরু ও শেষে তার তোপের মুখে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা।

দিনের শুরুতেই ক্রেইগ ব্রাথওয়েটকে জাকিরের ক্যাচ বানান টপ লেন্থের ডেলিভারিতে। ৬০ রানের জুটি ভাঙে দলীয় ৮৫ রানে ব্রাথওয়েট ৩৯ রানে বিদায় নিলে।

কাভেম হজকেও নিজের শিকার বানান নাহিদ। মাত্র ৩ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তৃতীয় দিনের শুরুতে নাহিদের জোড়া উইকেট বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেয়।

৪০ রান করে মাঠে থিতু হওয়া কেসি কার্টিকে হাসান মাহমুদ তুলে নিলে ১০০ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ক্যারিবীয়রা পরবর্তী ২৩ রান তুলতেই হারায় আরও পাঁচ উইকেট। মুহূর্তেই ১২৩ রানে ৮ উইকেটে পরিণত হয় স্বাগতিকরা।

শামার জোসেফ লেগ বিফোরের ফাঁদে পড়লে নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানে। ১৪৬ রানে কেমার রোচের উইকেট নিয়ে ক্যারিবীয়দের অলআউট করে ক্যারিয়ারের প্রথম ফাইফার আদায় করে নেন নাহিদ রানা। ফলে বাংলাদেশ লিড পায় ১৮ রানে।

ইনিংসে নাহিদের পাঁচ শিকারের পাশাপাশি হাসান মাহমুদ নেন দুই উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পোরেন মিরাজ, তাসকিন ও তাইজুল।

আপনার মন্তব্য

আলোচিত