
২৩ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫৯
অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা। আর শেষ মুহূর্তের গোলের জয়ে শীর্ষে উঠে গিয়েছিল অ্যাতলেতিকো। কোচ হান্সি ফ্লিকের দল এক দিন বাদে নেমে গেল আরও এক ধাপ নিচে। বার্সা এখন রয়েছে তালিকার তিনে।
রোববার রাতে নিজেদের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার দুইয়ে এখন রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে ধরাশায়ী করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। ফরাসি এ ফরোয়ার্ড সতীর্থ ব্রাহিম দিয়াজকে দিয়ে করান আরেকটি গোল।
রিয়ালের জার্সি গায়ে বাকি দুটি গোল করেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো। ম্যাচের ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে যায় রিয়াল।
এ ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন রিয়ালের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজটা করে ফেলেছেন এমবাপে। এখন কিছু করে দেখানোর পালা তার। গুরুর কথা রাখলেন সেভিয়ার বিপক্ষে। ফ্রান্সের তারকা এ সুপারস্টার দেখালেন কিছু করে। ক্লাবের জয়ে অগ্রণী ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১৪ গোল।
আপনার মন্তব্য