ওয়েব ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:২৪

পাকিস্তানের পতাকা ওড়াতে কি একটুও বুক কাঁপে না : তসলিমা নাসরিন

এশিয়া কাপে ঢাকার মাটিতে ভারত-পাকিস্তানের খেলার সময়ে বাংলাদেশি দর্শকদের পাকিস্তানের সমর্থনে উল্লাসের কারণে প্রশ্ন তুলেছেন লেখিকা তসলিমা নাসরিন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন বিস্ময় প্রকাশ করে লিখেন, ‘‘বাংলাদেশের স্টেডিয়ামে এখন যে ভারত-পাকিস্তানের খেলায় পাকিস্তানের সমর্থনে বাংলাদেশি দর্শকরা আনন্দে চিৎকার করছে, কেন করছে? পাকিস্তান ভাল খেলছে বলে? নাকি ভাল খেলুক বা না খেলুক, দলটি পাকিস্তান বলে?’’

তিনি লিখেন, ‘‘দলটি পাকিস্তান বলে যারা সমর্থন করছে, আমার খুব জানতে ইচ্ছে, তারা কি একাত্তরের মিত্র-দেশকে না করে জেনে বুঝে শত্রু-দেশকে সমর্থন করছে?’’

তিনি আরও লিখেন, ‘‘নতুন প্রজন্ম না হয় একাত্তরের যুদ্ধ দেখেনি, কিন্তু শুনেছে বা পড়েছে তো যুদ্ধ সম্পর্কে। এখনও তো অর্ধ শতাব্দীও পার হয়নি। তিরিশ লক্ষ মানুষকে খুন করে গেছে ওরা, দু’লক্ষ মেয়েকে ধর্ষণ করে গেছে। জানি পাকিস্তানের সাধারণ মানুষ বা ক্রিকেটাররা খুন বা ধর্ষণ করেনি, করেছে পাকিস্তানি সেনার দল। কিন্তু সাধারণ মানুষ বা ক্রিকেটাররা কি একাত্তরে তাদের দেশের ভূমিকার জন্য লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী? মনে হয় না।’’

শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর ভারতের ব্যাটিংয়ের সময়ে মোহাম্মদ আমের খুব দ্রুত ৩ উইকেট তুলে নিলে মিরপুরের গ্যালারিতে ঝড় ওঠে পাকিস্তানের সমর্থনে। আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য অনেকেরই মত ক্ষুব্ধ হন এ লেখিকা।

তসলিমা নাসরিন তাঁর লেখার শেষাংশে আক্ষেপের সঙ্গে প্রশ্ন রেখে বলেন, ‘‘আমার খুব জানতে ইচ্ছে করে, পাকিস্তানকে সমর্থন করতে গেলে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে গেলে, বা পাকিস্তানের পতাকা ওড়াতে গেলে বাংলাদেশের মানুষদের একটুও কি বুক কাঁপে না, কণ্ঠ কাঁপে না, হাত কাঁপে না?’’

‘‘আনন্দধ্বনি শুনে আমার মনে হচ্ছিল এক ধর্ষিতা নারী আনন্দধ্বনি করছে তার ধর্ষকদের সমর্থনে।’’

আপনার মন্তব্য

আলোচিত