স্পোর্টস ডেস্ক

০২ মার্চ, ২০১৬ ২০:২২

প্লাতিনির আপিল

উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া ট্রাইব্যুনালে আপিল করলেন সাবেক কিংবদন্তি এই ফরাসি ফুটবলার।

আদালত কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে তার ওপর আরোপিত ফুটবল থেকে ছয় বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আপিল করেছেন।

ফিফার সঙ্গে ২০ লাখ ডলারেরও বেশি অর্থ লেনদেনের অভিযোগের তদন্ত শেষে গত ডিসেম্বরে ফিফার নৈতিকতা কমিটি তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার ও প্লাতিনিকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।

পরে আপিল কমিটি এই দুই ফুটবল ব্যক্তিত্বের সাজার মেয়াদ দুই বছর কমিয়ে ৬ বছর করে।

আপনার মন্তব্য

আলোচিত