স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০১৬ ১৩:৩০

নাসিরের বিরুদ্ধে বিসিবি সভাপতির অভিযোগ, দল পুনর্গঠনের ইঙ্গিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার নাসির হোসেনের একাদশে না থাকা নিয়ে মুখ খুলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

চ্যানেলআই অনলাইনে প্রকাশিত সাংবাদিক ফজলুল বারীর সাথে আলাপকালে বিসিবি প্রধান নাসিরের বিরুদ্ধে গুরুতর অনিয়ম করার অভিযোগ আনেন।

নাসির হোসেন মূল একাদশে না আসার কারণ সম্পর্কে পাপন বলেন, খেলার বিষয়ে সে কেন জানি এখন মোটেই সিরিয়াস না। প্র্যাকটিসেও আসে না। ১২টা মোবাইল ফোন সেট নিয়ে সে ঘোরে। আশির বেশি বান্ধবী তার। এই মুহূর্তে তার মতো শৃঙ্খলা বিরোধী দ্বিতীয় কেউ নেই।

আইসিসি বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ করছে উল্লেখ করে পাপন বলেন, "একটি টুর্নামেন্ট চলাকালে এভাবে তাসকিনকে নিষিদ্ধ করা আইসিসির প্রভাবশালী একটি মহলের ষড়যন্ত্র! এরা বাছাইপর্ব থেকে বাংলাদেশের বদলে আয়ারল্যান্ডকে নিতে চেয়েছিল!"

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্খী নয় বলেও পাপন অভিমত ব্যক্ত করেন। সামনের আইসিসি সভায় বিষয়গুলো উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দল পুনর্গঠন করার আভাসও দিয়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ এই কর্তা।


পাপন আভাস দেন, হয়তো সৌম্য সরকার, মিঠুন আলী দল থেকে বাদ পড়তে পারেন।

আপনার মন্তব্য

আলোচিত