ক্রীড়া প্রতিবেদক

১১ মে, ২০১৬ ০১:৪৩

শাহাদাতের নিষেধাজ্ঞা শিথিল

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে থাকা পেস বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
 
ঘরোয়া ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে খেলতে কোনো বাধা থাকছে না তার।

গত বছরের সেপ্টেম্বরে গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় দুই মাস আট দিন জেল খেটে ১২ ডিসেম্বর থেকে জামিনে রয়েছেন শাহাদাত।

শাহাদাত জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি চেয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশনা ‘স্পষ্ট’ নয় বলে তাকে লিগ খেলার অনুমতি দেয়নি বিসিবি।

তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে খেলতে কোনো বাধা থাকছে না শাহাদাতের-এমনটি নিশ্চিত করেছে বিসিবি। কোনো দল না পাওয়া এই পেসারকে এবারের আসরের যেকোনো দলই খেলাতে পারবে।

এর আগে এক সংবাদ সম্মেলন করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন শাহাদাত। নিজের ভুল স্বীকার করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা শাহাদাত আবারো ক্রিকেটে ফেরার আবেদন জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত