স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০১৬ ২২:১৬

প্রকাশ হলো ফিফা র‍্যাংকিং, বাংলাদেশের অবনমন

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া। এক ধাপ উন্নতিতে জার্মানির অবস্থান চতুর্থ। তবে দুই ধাপ অবনমনে পাঁচে নেমে গেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন চিলি। বাংলাদেশের অবনমন হয়েছে তিন ধাপ। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৮১ নম্বর অবস্থান মামুনুল বাহিনীর। 

মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাকি চারটি ওশেনিয়া অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।

অবস্থানের পরিবর্তন হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। তারা রয়েছে ষষ্ঠ স্থানেই। এরপর যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে ব্রাজিল, পর্তুগাল ও উরুগুয়ে। একধাপ উন্নতিতে সেরা দশে চলে এসেছে অস্ট্রিয়া।

আপনার মন্তব্য

আলোচিত