সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ১৯:৪২

গুলশান হামলা : আজ কালো বাহুবন্ধনী পরে নামবে ইতালি

ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে ইতালি। এ ঘটনায় শোকস্তব্ধ বাংলাদেশ; শোক ছুয়েঁছে সারাবিশ্বে। এবং এর রেশ পড়লো ফুটবলের দ্বিতীয় বৃহত্তম আসর ইউরোতেও।

এই ঘটনায় নিহতদের স্মরণে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানির বিপক্ষে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে ইতালি।

উয়েফার কাছে কালো আর্মব্যান্ড পরার অনুরোধ করলে সংস্থাটিও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।

গতকাল শুক্রবার রাতে গুলশান-২ এর হলি আর্টিসান রেস্টুরেন্টে আক্রমণ করে করে সশস্ত্র সন্ত্রাসীরা।

আইনশৃংখলা বাহিনীর তথ্য মতে দেশের সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বিদেশী নাগরিক।

জানা গেছে বিদেশীদের বেশিরভাগই ইতালীয় ও জাপানি নাগরিক। জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে তাই শোকাহত ইতালি ফুটবল দল।

আজ রাত ১টায় ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পরের বিপক্ষে খেলবে ইতালি ও জার্মানি।

আপনার মন্তব্য

আলোচিত