স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০১৬ ১৩:৫৬

ইউরো ফাইনাল ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্যারিস

গত বছরের নভেম্বরে ফ্রান্সের প্যারিসে ভয়াবহ হামলা চালায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সারা বিশ্বের মতো আরো জঙ্গি হামলার হুমকিতে আছে ফ্রান্সও।

এবার ফুটবলের জনপ্রিয় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) চলছে ফ্রান্সে। আজ প্রতিযোগিতার ফাইনাল খেলার মধ্য দিয়ে আসরের পর্দা নামতে যাচ্ছে। ফ্রান্স-পর্তুগাল শিরোপা নির্ধারণী ম্যাচ সামনে রেখে তাই রাজধানী প্যারিসকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

রোববার (১০ জুলাই) প্যারিসের সেন্ট ডেনিসে শিরোপা জয়ের লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

জানা যায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৬,৮০০ পুলিশ অফিসার নিয়োজিত থাকবেন। ম্যাচ চলাকালীন ও শেষে স্টেডিয়াম, দর্শক জোন এবং চ্যাম্পস ইলিসিস প্রাঙ্গণে নিরাপত্তা সদস্যরা ছড়িয়ে থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত