স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৬ ১৬:৪৯

বিদেশি কোচদের গানম্যান দিচ্ছে বিসিবি

চলতি মাসের শুরুতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা জিম্মি করে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান শেষে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও জবাই করা অবস্থায় ২০ জনের লাশ পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন নিয়মিত গুলশানের ওই হলি আর্টিসানে যেতেন। সেদিনের ঘটনার সময় মারিও ভিল্লাভারায়েন ঢাকায় ছিলেন। ঘটনার পর এতোটা ভয় পেয়েছেন যে নিজ থেকেই বিসিবির কাছে গানম্যান চেয়েছেন। তার অনুরোধে সাড়া দিয়ে এখন সব বিদেশি কোচিং স্টাফদের গানম্যান (দেহরক্ষী) দিচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব.) হোসেন ইমাম।

গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে বসবাসরত বিদেশিরা এদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিসিবির এমন উদ্যোগ। বিসিবির নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘জাতীয় দলের হেড কোচ তো আগে থেকেই গানম্যান পাচ্ছেন। আমরা অবশ্য ভাবতেও পারিনি যে বিদেশি কোচদের সবার জন্যই এই ব্যবস্থা জরুরি হয়ে উঠবে। যাই হোক, এবার ঢাকায় ফেরার পর থেকেই ওনাদের আর একা চলতে-ফিরতে হবে না।’

মেজর (অব.) হোসেন ইমাম আরো যোগ করেন, ‘আমি যত দূর জানি, মারিও ভিল্লাভারায়েনই শুধু গানম্যান চেয়েছেন। তবে সে জন্য বিসিবির প্রধান নির্বাহীর কাছে লিখিত কোনো আবেদন করেছেন কি না, জানি না। সম্ভবত তার চাওয়াটা মৌখিকই ছিল। এখন পরিস্থিতি যা, তাতে না চাইলেও অন্য বিদেশিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই।’

আপনার মন্তব্য

আলোচিত