স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৯

শেষ ম্যাচেও টাইগ্রেসদের দাপুটে জয়

ফাইল ছবি

প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের নিজেদের জয়রথ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচগুলোতে সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০ আর শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে মূলপর্বের টিকিট পায় বাংলার কিশোরী ফুটবলাররা।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচেও জিতেছে টাইগ্রেসরা। সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়েছে ৪-০ গোলে। টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে বাছাই পর্ব শেষ করল কৃষ্ণা রাণী সরকারের দল।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের একবারে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। মার্জিয়ার নেয়া কর্ণারে অধিনায়ক কৃষ্ণা মাথা ছোঁয়ালে প্রথম গোল পায় বাংলাদেশ। এরপর দীর্ঘসময় টাইগ্রেসদের গোলবঞ্চিত রাখে আমিরাতের রক্ষণভাগ।

গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা। ৩৬ মিনিটে গোলের দারুন সুযোগ মিস করেন আগের ম্যাচে পেনাল্টি থেকে দুটি গোল করা শামসুন্নাহার। ডি বক্সের মধ্যে কৃষ্ণাকে ফাউল করেন আমিরাতের সালমা মোহাম্মদ। ফলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে গোল করতে পারেননি শামসুন্নাহার।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় বাংলাদেশ। গোল করেন অধিনায়ক কৃষ্ণা। এ নিয়ে ৮ গোল করলেন বাংলাদেশ দলপতি। ৫৬তম মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। এবার গোল করেন অনুচিং মোগিনী। খেলার একবারে শেষ দিকে তহুরার গোলে বড় জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

এবারের আসরে ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ বার বল জড়িয়েছে বাংলাদেশ। বিনিময়ে খেয়েছে মাত্র দুটি গোল।

আপনার মন্তব্য

আলোচিত