স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ২২:৪৮

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরকে হারালো রাজশাহী

রাজশাহী কিংসের মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যের কাছে হেরে গেল রংপুর রাইডার্স। ব্যাট হাতে ৪১ রান করার পর বল হাতে দুটি উইকেট নিয়েছেন মিরাজ।

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে বিপিএলে সোমবারের (২৮ নভেম্বর) ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৯ রানে হারিয়েছে রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় রংপুর।

১২৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর রাইডার্স। দলীয় ১৫ রানে সৌম্যকে আউট করে প্রথম উইকেটটি নেন মিরাজ। এরপর দলীয় ২৫ রানে মোহাম্মদ সামির বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মোহাম্মদ শেহজাদ। পরের ওভারে নাসির জমশেদও আউট হয়ে যান। ষষ্ঠ ওভারে নাজমুল ইসলাম অপুর বলে লেগ বিফোর হন অধিনায়ক লিয়াম ডসন। আর অপুর দ্বিতীয় শিকার হন রংপুরের শেষ ভরসা পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি।

ব্যাট হাতে একাই লড়াইয়ের চেষ্টা করা মোহাম্মদ মিঠুন দলীয় ৫০ রানে ফেরারা আগে ২১ বলে সংগ্রহ করেন ২০ রান। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস।

রাজশাহীর অপু তিনটি ও মিরাজ পান দুইটি উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানে সাত উইকেট হারিয়ে বসে রাজশাহী কিংস। এরপর মিরাজ-ফরহাদের ৮৫ রানের দারুন এক জুটিতে স্কোরবোর্ডে ১২৮ রান তোলে ড্যারেন স্যামির দল। মিরাজের ৩৩ বলে ৪১ ও ফরহাদ রেজার ৩২ বলে ৪৪ রানের সাথে সাব্বির রহমানের ১৬ রান রাজশাহীকে এনে দেয় ১২৮ রানের পুজি।

রংপুরের আরাফাত সানি তিনটি ও আফ্রিদি নেন দুটি উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহীর মেহেদী হাসান মিরাজ।

আপনার মন্তব্য

আলোচিত