স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৬ ২১:৫২

বরিশালের কাছে হেরে শেষ চারে ওঠা কঠিন হয়ে গেল রাজশাহীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলসের কাছে ১৭ রানে হেরে শেষ চারে ওঠা কঠিন হয়ে গেল রাজশাহী কিংসের জন্য। বরিশালের দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান তুলতে পেরেছে ড্যারেন স্যামির দল।

দলীয় ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজশাহী। মনির হোসেনের বলে আউট হন ১২ রান করা নুরুল হাসান সোহান। সোহানের পর দ্রুতই ফিরে যান সাব্বির রহমান (৮)। এরপর মুমিনুল হক ১৬ রান করে ও রাকিবুল হাসান ৯ রান করে  বিদায় নিলে বেশ বিপদেই পড়ে যায় রাজশাহী।

তবে জেমস ফ্রাঙ্কলিন এবং সামিত প্যাটেলের ৪৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্যামি বাহিনী। ফ্রাঙ্কলিন ১৮ রান করে রাব্বির বলে আউট হলেও অন্য প্রান্তে অর্ধশতক তুলে নেন সামিত। তবে এমরিটের বলে সামিত (৬২) আউট হয়ে গেলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় রাজশাহীর।

জয় পেতে হলে শেষ ওভারে ২৮ রান তুলতে হতো রাজশাহীকে। তবে মাত্র ১০ রান নিতে পেরেছেন অধিনায়ক স্যামি। শেষ ওভারের চারটি বলই ডট ছিল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে বরিশাল বুলস। দলের হয়ে মাত্র ৩৩ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মালান। এছাড়া ফজলে মাহমুদ ৪৩ বল খেলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ৪৩ রান। ২২ বলে চারটি চারের মারে ২৯ রানে অপরাজিত ছিলেন থিসারা পেরেরা। বরিশালের আরেক অপরাজিত ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ৯ বল খেলে দুটি ছক্কায় করেন ১৬ রান।

রাজশাহী কিংসের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ড্যারেন স্যামি, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

আপনার মন্তব্য

আলোচিত