স্পোর্টস ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৭ ০৯:২১

বিতর্কের ম্যাচে সুয়ারেজের গোলে হার এড়াল বার্সেলোনা

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লুইস সুয়ারেজের গোলে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। যদিও ম্যাচের ৭৮ মিনিটে বার্সার একটি নিশ্চিত গোল বাতিল করে দেয় রেফারি।

এই ড্রয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেটিস। তবে বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে। ম্যাচের ৭৫তম মিনিটে আলেক্স আলেগ্রিয়া গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস।

৭৮তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। তবে রেফারি তা বাতিল করে দেয়। প্রায় এক ফুট ভেতর থেকে বেটিসের আইসা মেন্দি বল টেনে বাইরে আনেন। বার্সার খেলোয়াড়রা গোলের আবেদন জানালেও রেফারি তাতে কর্ণপাত করেননি। পরে ভিডিও রিপ্লেতে দেখা যায়, এটি পরিষ্কার গোল ছিল।

উল্লেখ্য, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লা লিগায়ই গোললাইন প্রযুক্তির ব্যবহার নেই।

তবে খেলার শেষ মুহূর্তে মেসির পাসে দুর্দান্ত এক গোল করেন লুইস সুয়ারেজ।

আপনার মন্তব্য

আলোচিত