ক্রীড়া প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:৩২

মুশফিক কেন ৬-এ, ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন

বিরুদ্ধ স্রোতের যাত্রী হিসেবে দুর্দান্ত এক শতক হাঁকানো বাংলাদেশ টেস্ট অধিনায়ক ও উইকেটকিপার মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে চলমান টেস্ট ছয় নম্বরে নেমে ২৬২ বল খেলে ১২৭ রান করেন মুশফিক। আর এতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা।

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী মুশফিককে সবচেয়ে সলিড ব্যাটসম্যান আখ্যা দিয়ে বলেন, মুশফিকের উচিত চার-এ ব্যাট করা। দলের সেরা ব্যাটসম্যানের জন্যে এটাই সবচেয়ে উপযুক্ত স্থান বলে মন্তব্য তাঁর।

কেবল রবি শাস্ত্রীই নয় সঞ্জয় মাঞ্জরেকার, স্কট স্টাইরিস্টরাও অবাক মুশফিককে ছয়ে ব্যাট করতে দেখে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে মুশফিকের ব্যাটিং আর ভারতের বিপক্ষে চলমান টেস্টে ব্যাটিংয়ের প্রসঙ্গ এনে তারা জানান ছয় নয়, চাতই হওয়া উচিত মুশফিকের পজিশন।

আলোচনার নানা বিষয়ে দ্বিমত থাকলে আতাহার আলী খান সহ সবাই একমত হলেন মুশফিকে চারে খেলা উচিত। দলের অধিনায়ক এবং উইকেটকিপার; অতিরিক্ত চাপ কমাতেই তাই তাকে ছয়ে নামতে হয়, মন্তব্য আতাহারের।

স্টার স্পোর্টস এর আলোচনায় শাস্ত্রীর মত, 'লিটন বা নুরুলকে কিপার হিসেবে খেলিয়ে মুশফিকের উচিত চারে খেলা। তাতে দলের লাভ হবে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ, সাব্বির থেকে যেকোন একজনকে বাদ দিয়ে অতিরিক্ত কিপার খেলানো উচিত টেস্টে।

আপনার মন্তব্য

আলোচিত