ক্রীড়া প্রতিবেদক

১৩ মার্চ, ২০১৭ ১৪:৫২

ফের বেক্সিমকো অফিসে সাংবাদিকদের ডাকলেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলার জন্যে তার চাকুরিস্থল বেক্সিমকোতে সাংবাদিকদের ডেকেছেন। বিসিবির অফিস ছাড়া নিজের কর্মস্থলে বারবার সংবাদ সম্মেলন ডাকার চলমান সমালোচনার মধ্যে বিসিবি সভাপতি তার চাকুরিস্থলকেই সংবাদ সম্মেলনের জন্যে নির্ধারণ করলেন।

সোমবার (১৩ মার্চ) বিকেল চারটায় ধানমণ্ডিস্থ বেক্সিমকো অফিসে দল নিয়ে কথা বলবেন বিসিবি প্রধান।

এছাড়াও তিনি আসন্ন ইমার্জিং কাপ নিয়েও কথা বলবেন।

আগামী ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে এশিয়ান আইসিসি সহযোগী দেশ ও ভারত, বাংলাদেশ, শ্রীলংকার অনূর্ধ্ব ২৩ দল নিয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা চট্টগ্রাম ও কক্সবাজারে হতে পারে।

এ টুর্নামেন্টে প্রত্যেক দেশের জাতীয় দলের চারজন করে ক্রিকেটার খেলতে পারবে বলে জানা গেছে,

এ সংবাদ সম্মেলনে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশে ফেরত আসা নিয়েও কথা বলতে পারেন বিসিবি প্রধান। রিয়াদ টেস্ট সিরিজের মাঝপথে আগামীকাল দেশে ফিরে আসতে পারেন।

আগামী ১৫ মার্চ শ্রীলংকার বিপক্ষে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দেখতে শ্রীলংকায় যাওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনের।

আপনার মন্তব্য

আলোচিত