স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০১৭ ১৪:৩৮

আপিলে বিফল বার্সা, নেইমারের নিষেধাজ্ঞা বহাল

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে নেইমারের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিল বার্সেলোনা। তাতে অবশ্য কোন কাজ হয়নি। বৃহস্পতিবার বার্সার আবেদন নাকচ করেছে আপিল কমিটি। বহাল রেখেছে নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

এপ্রিলের শুরুতে স্প্যানিশ লা লিগায় মালাগার কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। সে ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বার্সেলোনায় চার বছরে নেইমারের প্রথম লাল কার্ড এটি।

নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন তিনি। কিন্তু এরপর সহকারী রেফারিকে ব্যঙ্গ করেন বসেন! তাতে নিষেধাজ্ঞা বেড়ে দাঁড়ায় তিন ম্যাচে। যার কারণে খেলতে পারেননি গেল সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে।

রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকোতে’ খেলতে পারবেন না। ওসাসুনার বিপক্ষে পরের ম্যাচেও মাঠে নামা হবে না তার।

কিন্তু রোববারের রিয়ালের বিপক্ষে লড়াইটা বার্সার জন্য মহাগুরুত্বপূর্ণ। শিরোপা নির্ধারণী লড়াই বলা চলে! ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লা লিগায় সবার উপরে রিয়াল। ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পরের স্থানেই বার্সেলোনা। তাই ‘এল ক্লাসিকো’তে নেইমারকে খেলানোর সবরকম চেষ্টা করছে কাতালানরা।

ফেডারেশনের কাছে প্রত্যাখ্যাত হয়ে বার্সা সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া আদালতে যাওয়ার। শুক্রবারেই সেখানে আবেদন জমা দেবে তারা। আপিলে জিতে গেলে নেইমারের নিষেধাজ্ঞা কমে আসবে এক ম্যাচে! তাতে ‘এল ক্লাসিকো’তে লিওনেল মেসি আর লুইস সুয়ারেসের সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ীর আরেক সেনানী নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা করতেই পারেন ভক্তরা!

আপনার মন্তব্য

আলোচিত