ক্রীড়া প্রতিবেদক

০৯ জুন, ২০১৭ ০০:৩৫

হাই পারফরম্যান্স দলে তান্না, রাহি

ঢাকা প্রিমিয়ার লিগে ধারবাহিকতার পুরুষ্কার পেলেন ইমতিয়াজ হোসেন তান্না। হাই পারফরম্যান্স স্কোয়াডে (এইচপি) জায়গা পেয়েছেন সিলেট বিভাগের অভিজ্ঞ এই ক্রিকেটার। আগের মতই জায়গা ধরে রেখেছেন পেসার আবু জায়েদ রাহি।  

এবার ডিপিএলে ১৬ ম্যাচে ৬৪১ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তান্না।তান্না, রাহি ছাড়াও সিলেটের আরও তিনজনের জায়গা মিলেছে এইচপিতে। অলরাউন্ডার আবুল হাসান রাজু, পেইসার এবাদত হোসেন ও ইমরান আলি এনাম পেয়েছেন এইচপি ক্যাম্পের ডাক।


বৃহস্পতিবার ২০১৭/১৮ মৌসুমের জন্য ২৪ জনের হাই পারফরম্যান্স স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে থাকা সবাইকে আগামী ১২ জুন মিরপুর জাতীয় একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। ১৩ জুন থেকে শুরু হবে এইচপি ক্যাম্প।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড: এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, মেহেদি হাসান সিদ্দিক, মো মেহেদি হাসান, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আজমির আহমেদ, আবু জায়েদ রাহি, ইমরান আলি এনাম, নাজমুল হোসেইন শান্ত, হোসেন আলী, আল-আমিন হোসেইন, এবাদত হোসেইন, তাসামুল হক, নুর আলম সাদ্দাম, ইরফান শুকুর, আবুল হাসান রাজু, ইয়াসির আলি চৌধুরী, নিহাদুজ্জামান, সাইফুদ্দিন ও জুবায়ের হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত