স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৭ ১৯:০১

হাথুরুসিংহেকে চায় শ্রীলংকা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে কোচ হিসেবে চায় শ্রীলংকা। কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করার পর হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ করছে তারা।

শ্রীলংকান সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, দেশটির ক্রিকেট বোর্ড থেকে নাকি এরই মধ্যে হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে লংকান ক্রিকেট বোর্ড থেকে কোনো বক্তব্য দেয়নি।

দ্বিতীয় মেয়াদে ১৫ মাস দায়িত্ব পালন করার পর শনিবার লংকানদের কোচের পদ ছাড়েন গ্রাহাম ফোর্ড।

দেশটির বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার দাবি, দুপক্ষের সমঝোতায় শেষ হয়েছে ফোর্ডের চুক্তি। কিন্তু ক্রিকইনফো জানাচ্ছে, কোচের কাজে বোর্ডের হস্তক্ষেপের জেরে ক্ষোভে পদ ছেড়েছেন ফোর্ড।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা। হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলংকা’ বানিয়ে যেতে চান।

মার্চে শ্রীলঙ্কা সফরে গিয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলংকা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

‘আমি আজকের অবস্থানে এসেছি শ্রীলংকা দলে ক্রিকেট খেলেই। শ্রীলংকায় সবকিছু শিখে আমি অস্ট্রেলিয়ায় পাড়ি দেই। সেখানেও অনেক কিছু শিখেছি। শ্রীলংকা যদি আমাকে ডাকে, তাহলে আনন্দের সঙ্গে দেশর জন্য কিছু করতে চাইবো।’ বলেছিলেন হাথুরু।

হাথুরুসিংহে এর আগে শ্রীলংকা দলের সহকারী কোচ ছিলেন। সেখান থেকে তাঁর বিদায়টা খুব একটা সুখকর হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত