স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৭ ১৬:৫৯

নড়াইলে মাশরাফির লাল রঙের ঈদ

দেশে থাকলে নড়াইলে ঈদ করতে ভুল করেন না লাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগে বাবার সঙ্গে ঈদ জামাতে যেতেন। আবার তার ছেলেও সঙ্গী হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ছেলে সাহেল, ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যদের নিয়ে ঈদের মাঠে যান মাশরাফি।  এ সময় সাহেল ও মাশরাফির গায়ে ছিল লাল রঙের পাঞ্জাবি।

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি। তাঁর সঙ্গে ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) মো. ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদের জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। তিনি নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

আপনার মন্তব্য

আলোচিত