সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০১৫ ০২:১৯

স্টার স্পোর্টস প্রোমো: ‘দ্যা নকআউট স্পেশালিস্ট’ বাংলাদেশ!

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স, দেশের মাটিতে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করার পর ক্রিকেটবিশ্বের কাছে নতুন এক পরাশক্তি হয়ে ওঠার ইঙ্গিতের পর এবার ভারত-বাংলাদেশ সিরিজের আগে খোদ ভারতের স্টার স্পোর্টস বাংলাদেশকে নিয়ে এক প্রোমোতে বাংলাদেশকে তুলে ধরেছে ভিন্নভাবে।

তাদের বিজ্ঞাপনের শিরোনাম ‘দ্যা নকআউট স্পেশালিস্ট’। এ সিরিজ সিরিজ সম্প্রচার করবে তারা।

৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন। এরপর ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের জন্য ভারতের স্টার স্পোর্টস একটি প্রোমো বানিয়েছে। যেখানে বলা হয়েছে, বাংলাদেশ ‘নকআউট স্পেশালিস্ট’। সিরিজের জন্য বানানো এই নতুন বিজ্ঞাপনে বাংলাদেশকে ‘দক্ষিণ এশিয়ার দলগুলোর জন্য নতুন হুমকি’ বলে দেখানো হয়েছে।

এতে টাইগারদের আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ‘নো বল’, রোহিত শর্মার আউট- সবই আছে। এছাড়াও বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চমকপ্রদ জয়, মাহমুদউল্লাহর সেঞ্চুরি উদযাপন এবং সর্বশেষ হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দৃশ্য জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞাপনে।

আপনার মন্তব্য

আলোচিত