স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০১৫ ১৩:১২

জিম্বাবুয়ের অনুশীলনে আর্মি-পুলিশের কড়া নিরাপত্তা

পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে জিম্বাবুইয়ান ক্রিকেটারদের। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর দেশটিতে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

গতকাল পাকিস্তানের বিপক্ষে পাঁচটি সিমীত ওভারের ম্যাচের প্রস্তুতির জন্য হোটেল থেকে গাদ্দাফি স্টেডিয়ামে যায় জিম্বাবুইয়ানরা। আর এ সময় টিম বাসের আশে-পাশে আর্মির গাড়ি ও গ্যানম্যান সহ হেলিকপ্টার দেখা যায়।

লাহোরের এ মাঠেই সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর জিম্বাবুইয়ান ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করতে দলটির সঙ্গে ৪,০০০ পুলিশ নিয়োগ করা হয়েছে।

সেই সঙ্গে হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত আর্মির ভ্যান সর্বদা দলটির সঙ্গে থাকবে। এ সিরিজ শুরু হবার আগে পাকিস্তান জিম্বাবুয়ে ক্রিকেটকে ভিআইপি’র মর্যাদা দেয়ার কথা জানিয়েছিল।

ছয় বছর আগের সেই হামলায় লঙ্কান কয়েকজন ক্রিকেটার আহত হলেও ছয় পাকিস্তানি পুলিশ সহ এক জন ভ্যান চালক নিহত হয়েছিলেন।

এ সফরে দু’দল দুই ম্যাচ টি-২০ সিরিজের পর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে।

আপনার মন্তব্য

আলোচিত