ক্রীড়া প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:১০

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। টানা দুই টেস্টেই টস হারল টিম অস্ট্রেলিয়া, দ্বিতীয়বারের মতো অতিথিরা পেল ফিল্ডিং।

চট্টগ্রাম টেস্টের মধ্যে দিয়ে দুই টেস্ট পর জাতীয় দলে ফিরলেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টে বাদ পড়েছিলেন। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টও।

এদিকে দুটি পরিবর্তন আনা হয়েছে অস্ট্রেলিয়া একাদশে। চোট পেয়ে দেশে ফিরে যাওয়া পেসার জশ হেইজেলউডের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। প্রথম টেস্টের ব্যর্থতায় বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা। তার জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হিল্টন কার্টরাইট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’ কিফ, প্যাট কামিন্স, নাথান লায়ন।

ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের হাতছানি মুশফিকুর রহিমের দলের।

আপনার মন্তব্য

আলোচিত