স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৭ ২১:২৭

ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ

দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিলো বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। এরপর তাদের চোখ ছিলো ভারত-নেপালের মধ্যকার ম্যাচের দিকে। ওই ম্যাচে নেপাল জিতলে একটু সমীকরণ মেলাতে হতো বাংলাদেশকে।

তবে দ্বিতীয় ম্যাচে নেপাল পাত্তাই পায়নি ভারতের কাছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত।

নেপালের এই হারে বাংলাদেশেরও ফাইনাল নিশ্চিত হলো। আর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। ২৪ ডিসেম্বর প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে এই দুই দেশ। ফাইনালের আগে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে। বৃহস্পতিবার এ ম্যাচটি শুধুই মর্যাদার।

নেপাল প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল ৬-০ গোলে। ভারতের কাছে হজম করলো চার গোল বেশি। দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হওয়া নেপাল টুর্নামেন্টের নিছক আনুষ্ঠানিকতার ম্যাচে বৃহস্পতিবার খেলবে ভুটানের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত