ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০১৮ ১২:২০

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশ ৪ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪ রান। ৫ বলে খেলে ০ রানে আউট হয়ে  প্যাভিলিওয়ে ফিরে গেছেন এনামুল হক বিজয়। এদিকে তামিম ৮ বলে ৪ রান ও সাকিব ৪ বলে ৮ রান নিয়ে ব্যাট করছে।

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচে শ্রীলঙ্কার জন্য জয়ের বিকল্প নেই। অন্যদিকে, প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচই বড় জয় নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যার ফলে আজকের ম্যাচটি মাশরাফিদের জন্য আনুষ্ঠানিকতা। জয়ের ধারাবাহিকতা রক্ষা করতেই জয় ধরে রাখতে চাইবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, দুশমান্থ চামিরা।

আপনার মন্তব্য

আলোচিত