ক্রীড়া প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০১৮ ২২:৩৮

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, ওয়ানডে দ.আফ্রিকা, টি-টোয়েন্টিতে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। দুই ম্যাচ হেরে টেস্ট সিরিজ আগেই হাতছাড়া হয়ে যায় তাদের। কিন্তু জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে উপমহাদেশের পরাশক্তি দলটি। সে ম্যাচে জয়ের পাশাপাশি টেস্ট র‍্যাঙ্কিংয়েও নিজেদের এক নম্বর জায়গা ধরে রেখেছে তারা।

এদিকে নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো না হলেও সফরের শেষটা সাফল্যেই মুড়ে রাখল পাকিস্তান। ওয়ানডে সিরিজের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে হোয়াইটওয়াশ হতে হলেও টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৮ রানের জয় দিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে পাকিস্তান। এতে শুধু সিরিজটাই নয়, এই জয়ে পাকিস্তান উঠে গেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও।

তবে টি-টোয়েন্টি ও টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পাক-ভারতের দখলে থাকলেও ওয়ানডের শীর্ষস্থানটি ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

আপনার মন্তব্য

আলোচিত