স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৮ ১০:৩১

সানজামুলের অভিষেক, ব্যাট করছে বাংলাদেশ

দেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে স্পিনার সানজামুল হকের। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় খেলাটি।

এ ম্যাচে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়াতেই টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন রিয়াদ। টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন তিনি।

টেস্ট অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। চট্টগ্রামের স্পিন-উপযোগী উইকেটে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে একমাত্র পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। সানজামুল ইসলাম বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান এবং তানবীর হায়দারের।

বাংলাদেশ একাদশ: মাহমুুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, ধনানঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিজ, নিরোশান ডিকবেলা, রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমাল, লক্ষন সান্দাকান ও লাহিরু কুমারা।

আপনার মন্তব্য

আলোচিত