ক্রীড়া প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:৩৫

মমিনুলের আউটে ম্যাচে ফেরার স্বপ্ন শ্রীলঙ্কার

প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১৭৫ রানে। দ্বিতীয় দিনে আর মাত্র ১ রান করে আউট হয়ে যান মমিনুল হক।

স্পিনার রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের তালুবন্দি হলেন ২১৪ বলে ১৬ চার ১ ছক্কায় ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলা মুমিনুল।

মমিনুলের বিদায়ের পর উইকেটে আসা মোসাদ্দেক বেশিক্ষণ টিকে থাকতে পারেন নি। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন মোসাদ্দেক। লেগ স্টাম্পের বলে টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ যায় মিড অন ফিল্ডার লাকশান সান্দাকানের কাছে। ১৫ বলে একটি চারে ৮ রান করেন মোসাদ্দেক।

এরপর মিরাজ ব্যাট করতে নেমে ভালো কিছুর আশা দেখিয়েছিলেন, কিন্তু দলের রান চারশ পার করার পর রানআউটের শিকার হন তিনি। ১৯ বলে ২০ রানের ইনিংসে মিরাজের ব্যাট থেকে আসে একটি করে চার ও ছয়ের মার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ১০৪ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪২১ রান। উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ ও সানজামুল আছেন যথাক্রমে ২৭ ও ০ রানে।

আপনার মন্তব্য

আলোচিত