ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৮ ০০:০২

রাশিয়াকে ৩ গোলে হারাল ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল শুরুর আগে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে তাদের দেশে বড় জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শুক্রবার (২৩ মার্চ) মস্কোতে নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল জেতে ৩-০ গোলের ব্যবধানে। ব্রাজিলের পক্ষে গোলগুলো করেছেন জোহাও মিরান্ডা, ফিলিপে কৌটিনহো ও পাওলিনহো।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ব্রাজিল দলের। তবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩তম মিনিটে প্রথম গোল পায় ব্রাজিল। গোল করেন জোহাও মিরান্ডা।

৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌটিনহো। তার পেনাল্টি গোলে ব্রাজিল পায় দ্বিতীয় গোল।

ম্যাচের ৬৬তম মিনিটে ব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করেন পাওলিনহো।

ম্যাচে ব্রাজিলের নিয়ন্ত্রণ ছিল একতরফা। বলের নিয়ন্ত্রণ রেখেছে তারা ৬৩%, অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণ ছিল মাত্র ৩৭%। ব্রাজিলের ৬৬৫ পাসের বিপরিতে রাশিয়ার পাস সংখ্যা ছিল ৩৭৭।

রাতে  প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জার্মানি ও আর্জেন্টিনা। আর্জেন্টিনা খেলবে ইতালির বিপক্ষে; জার্মানি খেলবে স্পেনের বিপক্ষে। সুইজারল্যান্ডে মুখোমুখি হবে পর্তুগাল-মিসর, প্যারিসে কোচ দিদিয়ের দেশমের ফ্রান্সের প্রতিপক্ষ কলম্বিয়া, ইংল্যান্ডে খেলবে রাশিয়ায় খেলার যোগ্যতা হারানো নেদারল্যান্ডসের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত