স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০১৮ ১৩:৫৫

আফগানদের অভিষেক টেস্টে থাকছে না ‘অভিজ্ঞ’ ভারত

আফগানিস্তানের ঐতিহাসিক অভিষেক টেস্টে প্রতিপক্ষ ভারত। সেই টেস্টের জন্য দল নিয়ে কাটাছেঁড়া করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাই সাদা পোশাকের অভিষেকে ঘরের মাঠে ‘অভিজ্ঞ’ ভারতকে পাচ্ছে না আফগানরা। থাকছেন না সেরা একাদশের ৯ জনই!

আগেই জানিয়েছিলেন, আফগানদের বিপক্ষে খেলবেন না বিরাট কোহলি। এবার জানা গেল, ওই টেস্টে থাকবেন না রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয় ও শিখর ধাওয়ান। তাদের বাদ দিয়েই দল ঘোষণা করার চিন্তাভাবনা করছে ভারতীয় বোর্ড!

চলতি বছরের ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। এ টেস্টের পর টিম ইন্ডিয়ার রয়েছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর। জুলাই-সেপ্টেম্বরে ওই সফরে ৫ টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বিরাট বাহিনী।

স্বাভাবিকভাবেই নবী-রশিদদের বিপক্ষে টেস্টের চেয়ে ইংলিশ সিরিজটিকেই অধিকতর গুরুত্ব দিচ্ছে ভারত। এজন্যই তাদের বিপক্ষে টেস্টটিতে দায়সারা গোছের দল দিতে চাচ্ছে বিসিসিআই। দ্বিতীয় সারির দল দিয়েই একমাত্র ম্যাচটি শেষ করতে চায় ম্যান ইন ব্লুরা।

এ খবরে চারদিকে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, এমন ভঙ্গুর দল দিয়ে প্রতিপক্ষকে অপমান করতে চাইছে ভারত!

আপনার মন্তব্য

আলোচিত