স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০১৮ ১৫:১৩

বিশ্বকাপে পর্তুগালের ৩৫ সদস্যের প্রাথমিক দল

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পর্তুগাল।

পর্তুগালের ৩৫ সদস্যের প্রাথমিক দল:

গোলরক্ষক: অ্যান্থোনি লোপেজ, বেটো ও রুই প্যাট্রিকো।

রক্ষণ: আন্তুনেস, ব্রুনো আলভেজ, সেদ্রিক সোয়ারেস, জোয়াও সেনসেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরিয়েরো, রিকার্ডো পেরেইরা, রোনালদো ও ই রুবেন দিয়াস।

মধ্যমাঠ: আদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেস, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, জোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা ও উইলিয়াম কারভালহো।

আক্রমণ: আন্দ্রে সিলভা, বার্নান্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, এডার, গেলসন মার্টিনেস, গনসালো গুয়েদেস, নানি, পাওলিনহো, রিকার্ডো কুয়ারেসমা ও রনি লোপেস।

১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবেন পর্তুগাল। গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষরা হলো স্পেন, মরক্কো ও ইরান।

এর আগে তিউনিসিয়া, বেলজিয়াম ও আলজেরিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে পর্তুগালের।

আপনার মন্তব্য

আলোচিত