স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০১৮ ০২:৫৮

নাইজেরিয়াকে হারাল ইংল্যান্ড

আফ্রিকার সুপার ঈগলস নাইজেরিয়াকে হারিয়েছে ইংল্যান্ড।

শনিবার ওয়েম্বলিতে প্রথম প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় হ্যারি কেইনরা। এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকল তারা। আগের পাঁচ ম্যাচে ব্রাজিল, জার্মানির মতো দলগুলোর বিপক্ষেও অপরাজিত ছিল।

ম্যাচের সপ্তম মিনিটে ইংলিশদের লিড এনে দেন গ্যারি কাহিল। কিরান ট্রিপারের ক্রস থেকে সরাসরি হেডে জালে বল জড়ান কাহিল

ম্যাচের ৩৯ মিনিটে স্বাগতিকদের পক্ষে লিড দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। ডি-বক্সের বাইরে থেকে কেইনের ডান পায়ের জোরালো শট বাম প্রান্ত দিয়ে জড়িয়ে যায় জালে। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় মিনিটেই ব্যবধান কমিয়ে ফেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স অবি। ডি-বক্সের মাঝামাঝিতে খালি জায়গায় বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে বল জালে প্রবেশ করান অবি।

আগামী ৬ জুন চেক রিপাবলিকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আফ্রিকান সুপার ঈগলরা। অন্যদিকে ৮ জুন কোস্টা রিকার বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুতি মিশনের সমাপ্তি টানবে ইংল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত