সিলেটটুডে ডেস্ক

১৭ জুন, ২০১৮ ১৮:৪২

আজ নেইমারের খেলা নিয়ে শঙ্কা

স্পেন-আর্জেন্টিনা-পতুর্গালের মতো শিরোপা প্রত্যাশি দলগুলোর বিশ্বকাপ মিশন শুরু হয়েছে। এবার ব্রাজিলের পালা। হেক্সা মিশনের প্রথম ম্যাচে তিতের দলের প্রতিপক্ষ আজ সুইজারল্যান্ড। রোববার রাত ১২টায় গ্রুপ ‘ই’ থেকে রোস্তভ অন দন স্টেডিয়ামে নামবেন নেইমার-মার্সেলোরা।

সুইসদের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয়  দেখা দিয়েছে। ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন শতভাগ ফিট নয় ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। তবে তিনি আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার। সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে তিতে বলেন, ‘এই মুহূর্তে সে (নেইমার) ১০০ ভাগ ফিট নয়। তবে তার মানে এই নয় সে যে অসুস্থ। শারীরিকভাবে বেশ ফিট সে। দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক।’

নেইমারের খেলার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিতে। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই এমনটা বলছি না। তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। মেডিকেল স্টাফরা এ ব্যাপারে ভালো বলতে পারবে। আমার মনে হয় ভালো খেলার জন্য যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে সে।’

এবারের বিশ্বকাপে ফুটবলবোদ্ধাদের চোখ থাকবে নেইমারের দিকে। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সকল আলোচনা নিজের করে নিয়েছেন পতুর্গীজ সুপারস্টার রোনালদো। প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে নেতিবাচক আলোচনায় আর্জন্টিনার লিওনেল মেসি। দেখা যাক, প্রথম ম্যাচটা কেমন কাটে নেইমারের!

আপনার মন্তব্য

আলোচিত