সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০১৫ ২৩:৫২

নাসিরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ!

শেষ সেশনের ব্যাটিং ধসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপদে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম দিন শেষ করে আট উইকেট হারিয়ে ২৪৬ রানে। উইকেটে সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন কেবল নাসির হোসেন। প্রথম ইনিংসের বড় সংগ্রহের জন্যে নাসিরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক নাসিরের ওপর দলের আস্থা রাখার কথা জানান। তিনি জানান- নাসির ব্যাট করতে পারলে এখনও তিন শতাধিক রান করার সম্ভাবনা আছে।

১৩ রানে অপরাজিত রয়েছেন গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলা অফ স্পিনিং অলরাউন্ডার নাসির। মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনকে নিয়ে নিজেদের ইনিংস যতটা সম্ভব বড় করার চেষ্টা করতে হবে তাকে।

ক্রিজে নাসির আছেন বলেই এখনও তিনশ’ রানের স্বপ্ন দেখছেন মুমিনুল, “এখনও হাতে দুটি উইকেট আছে। আমরা চেষ্টা করব তিনশ’ রান করার। নাসির যদি খেলতে পারে আমার মনে হয় তিনশ’ রান করা সম্ভব হবে।”

দ্বিতীয় দিন থেকেই সহায়তা পেতে পারেন স্পিনাররা। তাই তিনশ’ রান যথেষ্ট মনে হচ্ছে ৪০ রান করা মুমিনুলের, “যদি আমরা ভালো জায়গায় বোলিং করতে পারি, তাহলে তিনশ’ রানই আমার মনে হয় এটা ভালো স্কোর হবে।

তামিম, লিটন দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ইমরুল কায়েস, মুমিনুল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা অন্তত ৩০ রান করলেও কেউ নিজের ইনিংস বড় করতে পারেননি।
মমিনুল বলেন- “ওদের বোলারদের মধ্যে শুধু পেসাররাই ভালো বোলিং করেছে। ডুমিনি হয়তো একটা উইকেট ভালো পেয়েছে। আমার উইকেটটা খুব বাজে ছিল, লিটনের উইকেটটাও ভালো বলে ছিল না। আমার মনে হয়, আমরা ওদের উইকেট দিয়ে এসেছি।”

চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ মাত্র এক ইনিংস ব্যাট করতে পেরেছিল এবং সে ইনিংসের সংগ্রহ ছিল ৩২৬। বৃষ্টির কারণে শেষ দুই দিন খেলা না হওয়ায় ম্যাচ ড্র হয়। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৪৮ রানে এবং দ্বিতীয় ইনিংসে ৬১ রান করার পর বৃষ্টির বাগড়ায় আর খেলাই হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত