নিউজ ডেস্ক

০১ আগস্ট, ২০১৫ ১৫:৫১

বৃষ্টির হানা: তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

ভারি বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঝে বৃষ্টি থামায় খেলা হওয়ার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত মাঠের দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনা করে খেলা পরিত্যক্তের সিদ্ধান্ত নেন। আবহাওয়া অন‍ুকূলে থাকলে রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। এ নিয়ে বৃষ্টির কারণে টানা দু’দিন খেলা পরিত্যক্ত হলো।

এর আগে বেশ জোরেশোরেই বৃষ্টি হওয়ায় শনিবার (০১ আগস্ট) সকাল থেকে তৃতীয় দফায় মাঠ ঢাকতে হয় মাঠকর্মীদের। দুপুর সোয়া ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে  তৃতীয় দিনের খেলা শুরু করা হয়নি।  কালো মেঘে শের-ই-বাংলা স্টেডিয়ামে অন্ধকার নেমে আসায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল ফ্লাডলাইট।

দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শন শেষে দুপুর সোয়া ২টায় খেলা শুরু করার সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়াররা।

টিম হোটেল সোনারগাঁও থেকে লাঞ্চ সেরে দুপুর ১টায় মাঠে পৌঁছায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কিছুক্ষণ পর দুই দলের খেলোয়াড়রা মেঘলা আকাশের নিচেই হালকা অনুশীলন শুরু করেন। 

স্কোর: বাংলাদেশ - ২৪৬/৮

আপনার মন্তব্য

আলোচিত