স্পোর্টস ডেস্ক

০৯ আগস্ট, ২০১৫ ১৫:৪৬

সাফ ফুটবল : জয়ের লক্ষ্য ভারতের, সেরাটা উজাড় করে দিতে চায় শ্রীলঙ্কাও

সাফ অনূর্ধ্ব-১৬ এর চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পর্দা উঠছে আজ। আজ রোববার সন্ধ্যা ৬ টায় প্রথম ম্যাচে গতবারের চ্যাস্পিয়ান ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরআগে বিকেল ৫ টায় সিলেট জেলা স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বয়সভিত্তিক টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ এবং আফগানিস্তানও অংশ নিচ্ছে।

টুর্ণামেন্টে শিরোপা ধরে রাখতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচ থেকেই তারা চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য নিয়ে খেলবেন বলে জানিয়েছেন ভারতের সহকারী সহকারী কোচ ফার্নান্দেজ।

অপরদিকে শ্রীলংকাও চায় মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে। লঙ্কান কোচ মোহাম্মদ রুমি জানিয়েছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

লংকান কোচ মো: রুমি জানান, আমাদের আপাতত লক্ষ্য সেমিফাইনাল। টুর্নামেন্টে অংশগ্রহণ জন্য কঠোর অনুশীলন করেছে দল। স্বাগতিক বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ভালো খেলে সেমিফাইনালে যাওয়া অসম্ভব নয় বলে তিনি মনে করেন।

দুই দলেরই অভিন্ন লক্ষ্যের কারনে আজ মাঠে জমজমাট লড়াইয়ের আশা করছেন দর্শকরা।

এ টুর্ণামেন্টে মঙ্গলবার প্রথম মাঠে নামবে বাংলাদেশ। এবার স্বাগতিক হয়ে কিছু করে দেখাতে চায় লাল সবুজের পতাকাবাহিরা।

বাংলাদেশের কোচ গোলাম জিলানী ও অধিনায়ক শাওন হোসেন সবশেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন যেহেতু আমরা দেশের মাটিতে খেলছি তাই আমরা অনেক কিছুতে সুবিধা পাব। খেলার মাঠে বাংলাদেশের দর্শকরা আমাদের সমর্থন দিয়ে উৎসাহ যোগাবেন। দলনেতা শাওন বলেন, এবার ট্রফিটা আমরাই রাখতে চাই। তবে এটা সহজ হবে ভালো খেললেই ।

আপনার মন্তব্য

আলোচিত