Advertise

স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০১৯ ১৯:৫৪

পাকিস্তানকে ৩০৮ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি করলেন অ্যারন ফিঞ্চ, দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন ডেভিড ওয়ার্নার। দুই ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের আশা জাগালো অস্ট্রেলিয়া। তবে আমিরের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার লাগাম টানল পাকিস্তান। শেষ দিকে কোল্টার-নাইল ও কামিন্স দুই রানে, স্টার্ক তিন রানে ফেরত যান। শেষদিকে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা কেরিকে ২০ রানে ফেরান আমির। পরে স্টার্ককেও আউট করে শেষ করে দেন অসিদের ইনিংস।

ওপেনার অ্যারন ফিঞ্চ দুবার জীবন পেলেন। একবার ক্যাচ ছেড়েছেন আসিফ, আরেকবার খোদ অধিনায়ক সরফরাজ। সেই ফিঞ্চ করলেন ৮২ রান। ফিঞ্চ আউট হওয়ার পর হাত খোলেন ডেভিড ওয়ার্নার। ৩৭তম ওভারে থার্ড ম্যানে ক্যাচ দিলেন তিনি। এবারও তা ছাড়লেন আসিফ। বিদায় নেওয়ার আগে ওয়ার্নার করেছেন ১০৭ রান।

সাবেক অধিনায়ক স্মিথ ১০ রানেই বিদায় নেন। চার নম্বরে নেমে ম্যাক্সওয়েল ঝড় তুলতে চেয়েছিলেন। পেসার শাহিন আফ্রিদির ওপর দিয়ে সেই বাতাসও গেল। ১০ বলে ২০ রান করে আউট হন তিনি। শাহিন ছিলেন সবচেয়ে খরুচে বোলার। ১০ ওভারে৭০ রান দিয়েছেন তিনি।

টানা দুদিন বৃষ্টিতে ভেসে গেছে বিশ্বকাপের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল মাঠে গড়ালেও গতকাল মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টসই হয়নি। আজ বুধবার মাঠে নামল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। টনটনের ম্যাচটিতে অবশ্য মাঠে গড়িয়েছে বল।

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আর শুরুতেই বোলারদের ওপর চড়াও হন ফিঞ্চ আর ওয়ার্নার।

প্রথম ২০ ওভার শেষে অধিনায়ক ফিঞ্চ করেন ৮০ রান আর ওয়ার্নার করেন ৪৫ রান। ২৩তম ওভারে ফিঞ্চকে ফেরান আমির। ৮২ রানে আমিরের বলে হাফিজকে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদিকে দিয়ে পেস অ্যাটাক শুরু করে পাকিস্তান। পরে হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও হাফিজ বল করেন।

নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে ফিঞ্চ ও সরফরাজের দল। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে কেবল ভারতের কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান এখন চতুর্থ। অন্যদিকে, তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজিত হয়েছে দলটি, জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান এখন অষ্টম।

বিশ্বকাপে এ পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া, চারবার জয় পেয়েছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ১০-২-৩০-৫, আফ্রিদি ১০-০-৭০-২, হাসান ১০-০-৬৭-১, ওয়াহাব ৮-০-৪৪-১, হাফিজ ৭-০-৬০-১, মালিক ৪-০-২৬-০)

আপনার মন্তব্য

আলোচিত