সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০১৫ ০২:২৮

তেভেজের মন্তব্যে আর্জেন্টিনায় তোলপাড়

আর্জেন্টিনার সুপারস্টার কার্লোস তেভেজের সাদামাটা এক মন্তব্যে আর্জেন্টিনার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিজের চোখে দেখা দারিদ্র্য নিয়ে মন্তব্য করে উল্টো বিপাকে পড়ে গেছেন তিনি। দেশটির রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থে এ মন্তব্যের কাটাকুটি করছেন!

৩১ বছর বয়সী আর্জেন্টাইন এ তারকা সমালোচিত তো হচ্ছেনই, শুনতে হচ্ছে ইউরোপিয়ান অপবাদও। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ফরমোজা থেকে ফেরার পর সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তেভেজ মন্তব্য করেন, 'আমি ভাবতে পারছি না, কী অসমতা নিয়েই না আমরা বসবাস করছি। ক'দিন আগে ফরমোজায় খেলতে গিয়ে একটা পাঁচ তারকা হোটেলে ছিলাম আমরা। হোটেলটাকে মনে হলো ক্যাসিনো থাকা লাস ভেগাসের মতো। তার ঠিক পাশেই দেখলাম অনাহারি মানুষ।'

তেভেজের এ মন্তব্য কানে যেতেই চটে উঠেছেন ফরমোজার কর্মকর্তারা। প্রদেশটির সরকারি উপদেষ্টা জুয়ান ম্যানুয়েল সানটেন্ডার শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি, ইংল্যান্ড আর ইতালিতে কাটিয়ে আসা দশ বছরকে ইঙ্গিত করে তেভেজকে অভিহিত করেছেন 'ইউরোপের আবর্জনা' বলেও।

একধাপ এগিয়ে গিয়ে ফরমোজা প্রদেশের গভর্নর গিল্ডো ইন্সফ্রান অভিযোগ তুলেছেন, 'ভবিষ্যতের চিন্তা থেকে তেভেজ ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছে।'

ভবিষ্যৎ বলতে মূলত ২৫ অক্টোবর থেকে হতে যাওয়া আর্জেন্টিনার সাধারণ নির্বাচনকেই ইঙ্গিত করেছেন ইন্সফ্রান।

এদিকে, ওই নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল স্কয়লি ও মাওরিসিও ম্যাক্রি নিজেদের মতো করে লুফে নিয়েছেন তেভেজের মন্তব্য।

বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের অনুসারী স্কয়লি দারিদ্র্য আছে মানলেও উল্লেখ করেন উন্নয়নের কথা, 'গত কয়েক বছরে দেশ অনেক এগিয়েছে। পাঁচ তারকা হোটেলের পাশে দরিদ্র মানুষ বুয়েনেস আইরেসেও আছে।' স্কয়লির প্রতিদ্বন্দ্বী এবং বুয়েনেস আইরেসের বর্তমান গভর্নর ম্যাক্রি সমর্থন জানিয়েছেন তেভেজকেই, 'আমি তেভেজের সঙ্গে সম্পূর্ণ একমত। তার ভাবনাকে এভাবে সমালোচনা করা ঠিক নয়।'

আপনার মন্তব্য

আলোচিত