সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৫ ০১:৫৩

কখনো বলিনি আর্জেন্টিনার হয়ে খেলবো না : মেসি

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে যতটা উজ্জ্বল ঠিক ততটাই অনুজ্জ্বল আর্জেন্টিনার হয়ে। কিছুদিন আগেই তাই গুঞ্জন উঠেছিলো যে লিওনেল মেসি নাকি দেশের জার্সিতে খেলতে চান না। তবে পুরো ব্যাপারটাই উড়িয়ে দিলেন মেসি নিজেই। সবটাই মিডিয়ার বানানো গল্প। স্বল্পভাষী মেসি এমনটাই জানিয়েছেন সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে৷

বার্সেলোনাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেলেও দেশের জার্সিতে লিওনেল মেসি এখনও কোনও বড় ট্রফি জেতেননি। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে গিয়েও শেষরক্ষা করতে না-পারার জন্য দিয়াগো ম্যারাডোনা থেকে কোচ মার্টিনো প্রত্যেকেই মেসির সমালোচনা করেছেন। আর্জেন্টিনার মিডিয়াও মেসির সমালোচনায় মুখর। তারা খবর প্রকাশ করে, আর্জেন্টিনার হয়ে আগামীতে মেসি নাও খেলতে পারেন।

সম্প্রতি বিদেশী গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মেসি বলেন, 'আমি কখনও বলিনি যে, দেশের জার্সিতে আর খেলব না। মিডিয়া একাধিকবার আমায় হত্যা করেছে। আমাকে আর ওরা চাইলেও মারতে পারবে না। কারণ ওদের আঘাতে আমি অভ্যস্ত। এ সব কথা মিডিয়া বলতেই থাকে। এখানে আমার কিছু বলার নেই। আমাদের সামনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। কোচ আমাকে যখন দলে রেখেছেন তখন আমি অবশ্যই দেশের জার্সিতেই মাঠে নামব।’

সেপ্টেম্বরেই দেশের জার্সিতে মাঠে নামছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ৪ সেপ্টেম্বর বলিভিয়া ও তার চারদিন পর টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরে শুরু হবে মেসিদের বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যই এ দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে মার্টিনোর স্কোয়াড। মার্টিনোও মেসিকে রেখেই দল গুছিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত